আয়কর সংক্রান্ত কতিপয় জ্ঞাতব্য বিষয়
১, আয়কর রিটার্ণ, সম্পদ ও দায় বিবরণী এবং জীবন যাত্রার মান সম্পর্কিত তথ্য ছকে সঠিক তথ্যপ্রদান করে ঘোষিত আয়ের ভিত্তিতে কর পরিশোধ করা প্রত্যেক করদাতার নাগরিক দায়িতৃ ।
২. প্রদর্শিত আয়ের স্বপক্ষে হিসাবের খাতাপত্র এবং তথ্য-প্রমাণ সংরক্ষণ করা প্রয়োজন ।
৩. আয়কর রিটার্ণ প্রস্তুত এবং তা দাখিলে পর্যাপ্ত সাবধানতা অবলম্বন করা আবশ্যক ।
৪. জরিমানা পরিহারের জন্য বিধিবদ্ধ সময়সীমার মধ্যে তথ্য-প্রমাণসহ আয়কর রিটার্ণ দাখিল করা বাঞ্ছনীয় ।
৫. সম্ভাব্য সরল সুদ পরিহারকল্পে যথাসময়ে অগ্রিম করের কিস্তি পরিশোধ করা আবশ্যক ।
৬. উৎসে কর কর্তনকারী সকল কর্তৃপক্ষের জন্য কর্তনকৃত/সংগৃহীত কর বিধি সম্মত সময়সীমার মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদান পূর্বক কর বিভাগে তথ্য প্রেরণ করা আবশ্যক ।
৭. সম্ভাব্য জটিলতা পরিহারকল্পে আয়ের কোন উৎস হতে আয়কর কর্তন করা হলে তার তথ্যাবলী
সংগ্রহ করে রাখা আবশ্যক |
৮. কর নির্ধারণী আদেশের বিষয়ে কোন আপত্তি থাকলে আদেশ প্রাপ্তির ৪৫ দিনের মধ্যে আপীল দায়ের এবং আপীল আদেশ প্রাপ্তির ৬০ দিনের মধ্যে ট্রাইবুনালে আবেদন দাখিল করতে হবে ।
৯. কর অফিসের নোটিশ বা পত্র পেলে অবহেলা না করে তার জবাব প্রদান করা বাঞ্ছনীয় ।
মাননীয় প্রধানমন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মাননীয় অর্থমন্ত্রী
জনাব আ হ ম মুস্তফা কামাল এফসিএ, এমপি
চেয়ারম্যান
জনাব আবু হেনা মো: রহমাতুল মুনিম
কর কমিশনার
জনাব মো: নাজমুল করিম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ