E-TIN প্রাপ্তির নিয়ম (Registration/Re-registration)
করদাতা হিসেবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত ও সহজতর করতে জাতীয় রাজস্ব বোর্ড ই-টিআইএন (e-TIN) রেজিস্ট্রেশন পদ্ধতি প্রবর্তন করেছে। এ পদ্ধতিতে কয়েকটি সহজ ধাপ পেরোনোর মাধ্যমে আপনি পেতে পারেন ১২ ডিজিটের একটি নতুন টিআইএন । বর্তমানে যাদের টিআইএন আছে, তাঁদেরকেও নতুন পদ্ধতির টিআইএন এর জন্য রি-রেজিস্ট্রেশন করতে হবে।এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন নম্বর ও কোম্পানীর RJSC এর নিবন্ধন নম্বরপ্রয়োজন হয়।
নতুন পদ্ধতিতে টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনের শুরুতে প্রত্যেককে প্রথমেঅ্যাকাউন্ট তৈরী করতে হবে ৷ অ্যাকাউন্ট তৈরীর নিয়ম নিম্নরূপঃ
বাংলাদেশী নাগরিকের জন্য টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনের নিয়মঃ
লিমিটেড কোম্পানিসহ রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস (RJSC) এ রেজিস্ট্রেশনকৃত এবং অ-রেজিস্ট্রেশনকৃত ফার্মের ক্ষেত্রে টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনের নিয়মঃ
অধিকতর তথ্যের জন্য ওয়েবসাইট http://nbr.gov.bd/ ব্যাবহার করুন।
আয়কর প্রদান, রিটার্ন দাখিল ও আয়কর আইন সংক্রান্ত কন জিজ্ঞাসা থাকলে সরাসরি যে কোন পর্যায়ের কর কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি আপনাকে সহযোগিতা করবেন।
মাননীয় প্রধানমন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মাননীয় অর্থমন্ত্রী
জনাব আ হ ম মুস্তফা কামাল এফসিএ, এমপি
চেয়ারম্যান
জনাব আবু হেনা মো: রহমাতুল মুনিম
কর কমিশনার
জনাব মো: নাজমুল করিম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ